জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন আইইউটি’র পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মাহিন
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে মুবতাছিন রহমান মাহিনের বাড়ি রংপুর মহানগরীর জুম্মাপাড়ায়। মাহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে সামনের সারিতে ছিলেন। তিন সপ্তাহ আগে বাড়িতে এসেছিলেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়িতে গিয়ে দেখা যায় স্বজন, প্রিয়জন,পাড়া-প্রতিবেশী সবার চোখে জল। মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন মাহিন।আইইউটিতে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে পড়ছিলেন মাহিন।
মাহিনের ছোটবেলার বন্ধু তাসিম জানান, আন্দোলনের সময় তিন মাস তারা একসাথে ছিলেন। বন্ধুরা মিলে আন্দোলনে অংশ নিয়েছিলেন। মাহিন সবসময় সামনে থাকার চেষ্টা করেছিল। আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষা থাকায় সে ঢাকায় চলে যায়। তিন সপ্তাহ আগে হঠাৎ সে বাড়িতে এসেছিল। যাওয়ার সময় খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবে বলে জানিয়েছিল। বন্ধু যে সারা জীবনের জন্য ফিরবে না তা কল্পনাও করতে পারছেন না তিনি।
মাহিনের চাচা হাসান রহমান জানান, এভাবে মৃত্যু আমরা মারতে মানতে পারছেন না। এই শোক সইবার সাধ্য তাদের নেই। এ ঘটনা শতভাগ অবহেলা । একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার বিচার চান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ তার নিজ বাড়িতে আনা হয়নি। তবে রাতেই গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে তাকে বহন করা বিআরটিসির দোতলা বাসটি পৌঁছালে ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মাহিনসহ আইইউটির তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন জন।