জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৪
জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি (৫২) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী টু জামথল মহাসড়কের চাঁদপুর সামাদের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি পৌর এলাকার দক্ষিণ চরবওলা গ্রামের মৃত লোকমানের মণ্ডলের ছেলে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
জানা গেছে, তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি তার শ্যালকের সঙ্গে মোটরসাইকেলে করে বালিজুড়ী থেকে শ্বশুরবাড়ি জামথলের বিল্লালের মোড় যাওয়ার পথে চাঁদপুর এলাকার সামাদের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চালক শহিদসহ গাড়িটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।