কমলগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত


News Defalt/pituni.jpg

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা–বাগানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাল মিয়া। তিনি সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দা। 

Your Image

মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেহ আহমেদ গণমাধ্যমে বলেন, শনিবার রাতে তার বাসায় প্রায় ১০ থেকে ১৫ জনের ডাকাতের দল ডাকাতি করতে আসে। ডাকাতির প্রস্তুতির সময় তাদের এলাকার চা–বাগানের নৈশপ্রহরীরা ‘পাগলা ঘণ্টা’ বাজান। এ সময় আশপাশের সবাই এসে এক ডাকাতকে ধরে পিটুনি দেন। এতে তিনি মারা যান। 

তিনি বলেন, বাকি ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় তীর ছোড়া হয়। এতে তীরবিদ্ধ হয়ে অপর দুই ডাকাত আহত হয়েছেন। তবে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ধারালো দায়ের কোপে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকনজি বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অবস্থায় দুজনকে আটক করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×