স্ত্রীর সামনে ব্যবসায়ীকে মারধর/জড়িতরা বিএনপির হলেও পুলিশকে ব্যবস্থা নিতে বললেন রিজভী


2024-Novemer 18/Mondal Nator.jpg

প্রকাশ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অন্তঃসত্বা স্ত্রীর সামনে ব্যবসায়ীকে মারধর করে পুলিশে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা বিএনপির নেতা-কর্মী হলেও দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে ভুক্তভোগী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন তিনি।

Your Image

রোববার (২৪ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডল ও তার পরিবার এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে দেখা করার পর নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির বলেন, ‘বড়াইগ্রামের বনপাড়ার ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডলকে মারধরের ঘটনাটি ভাইরাল (ফেসবুকে ছড়িয়ে পড়া) হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। ঘটনাটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে তাকে নির্দেশনা দেওয়ার পর তিনি নাটোরে এসেছেন। প্রথমে তিনি ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার খোঁজখবর নেন। পরে বড়াইগ্রাম থানায় গিয়ে ওসির সাথে কথা বলেন। এ সময় তিনি পুলিশকে অবিলম্বে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা বিএনপির কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি তিনি ঢাকায় পৌঁছানোর আগেই যেন এ ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তাদের দলের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোন অভিযোগ থাকলে, সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু, তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে পেটানো ঠিক হয়নি। বিএনপি এমন নীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময় মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৭০০-৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।’

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘ভুক্তভোগী যেহেতু একটি হিন্দু পরিবারের সদস্য, ঘটনাটি সুযোগসন্ধানীরা নানাভাবে নিতে পারে। এটাকে ইস্যু করে অপপ্রচার চালাতে পারে। একটি দেশের সংবাদ মাধ্যম অপপ্রচারের জন্য তৈরি হয়ে আছে। কিন্তু, বিএনপি গভীরভাবে বিশ্বাস করে, বিএনপির নেতা-কর্মীদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। অন্যের অধিকারকে আমরা সম্মান করি।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগীর বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে আদালতে পাঠানোর বিষয়টি তিনি জানতেন না। যদি পুলিশ এ ধরনের কোন কর্মকাণ্ড করে থাকে, তাহলে সেটি বেআইনি হয়েছে।’

রিজভী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের যে কোন পরিস্থিতি মোকাবিলার সৎ সাহস রয়েছে। কারণ, আমরা কোন অন্যায় করিনি। তাই, আমাদের নেত্রীকে পালাতে হয়নি। অথচ আওয়ামী লীগ এটা বিশ্বাস করত না। তারা নিজেরা অসৎ ছিল। তারা ফ্যাসিবাদে জড়িয়ে পড়েছিল। তাই, তাদের নেত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান (সুমন), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বলে রাখা ভাল, গেল বুধবার (২০ নভেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) নামের ওই ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করা হয়। স্বেচ্ছাসেবক লীগের নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে পেটান বলে অভিযোগ। ওই ঘটনার একটি ভিডিও শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×