সালমান এফ রহমানের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় চার দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন।
পরে বের করা হয় ঝাড়ু মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে বাগমারা বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিল শেষে বক্তারা বলেন, ‘সালমান এফ রহমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত।’
তার ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, চিার দিন আগে বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।