এবার বগুড়ার প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ
- বগুড়া প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

বগুড়া শহরে জলেশ্বরীতলায় প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা কালী মন্দির রোড সংলগ্ন প্রথম আলোর অফিস অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ৫-৬টি মোটরসাইকেল যোগে এসে অতর্কিতভাবে বাইর থেকে ইট পাথর নিক্ষেপ করে অফিসের সামনের অংশের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
এতে অফিসের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।