যমুনা ফিউচার পার্ক থেকে চুরিকৃত মোবাইল নোয়াখালীতে জব্দ, গ্রেফতার অস্ত্রসহ যুবক
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
![November 25/Jamuna Future.webp](https://www.dhakawatch24.com/storage/November 25/Jamuna Future.webp)
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মোবাইল ফোনগুলো ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান ব্যাপারটি নিশ্চিত করেছেন। গ্রেফতাকৃত যুবক মো. ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।
মো. লিটন দেওয়ান জানান, গেল ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইল ফোন দোকান থেকে ১৬টি মোবাইল সেট চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক ঢাকার ভাটারা থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মেবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) একটি দল। অভিযানে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন সেট ও একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ওসি আরও বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ফোন সটগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বুধবার (২৭ নভেম্বর) বিকলে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’