আইনজীবী সাইফুল হত্যা: কর্মবিরতিসহ চট্টগ্রাম আইনজীবী সমিতির ছয় সিদ্ধান্ত


November 25/Saiful Death Lawer decision.jpg
সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে কাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মত আদালতের সব ধরনের কার্যক্রমে কর্মবিরতি থাকবে। এছাড়া, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরও পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Your Image

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া নিবাসী আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মঙ্গলবার (২৬ নভেম্বর) পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।’

ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হল সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের সব আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিল, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল।

এছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর দুইটায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে ও সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত ঘাকবে। 

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ঘোষণা দেন, সহকর্মী হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) সব আদালতে আইনজীবীদের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। সেই অনুযায়ী বুধবার (২৭ নভেম্বর) কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×