কলাপাড়ায় খাদ্যে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ পাঁচ


November 25/Steel Theif.jpg

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে অচেতন করে ঘরের মালামাল লুট করেছে গেছে দূর্বৃত্তরা।

Your Image

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

খাদ্য খেয়ে অসুস্থ হওয়া পাঁচজনকে মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

তারা হলেন মিজানুর ঘরামী (৩৮), হামিদ বাঘা (৯০), খাদিজা (৬০), মারুফা (২৩), জিহাদ (১১)। এদের মধ্যে দুইজন এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। 

মিজানুরের স্ত্রী সাবিনা বেগম জানান, তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে সংবাদ শুনে এসেছেন। তাদের খাবারের ঘর আলাদা। তাই, অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। 

নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন সাবিনা। 

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জুয়েল বলেন, ‘এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×