মাদারীপুরে পা‌নি‌তে ডু‌বে দুই ভাই বো‌নের মৃত্যু


News Defalt/Messenger_creation_EF7C49E5-34FA-4EDB-B585-22182FAFC69C.jpeg

মাদারীপু‌রের শিব‌চ‌রে পা‌নি‌তে ডু‌বে আপন দুই ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর)  দুপু‌রে উপ‌জেলার দত্তপাড়ার চরবাচামারা গ্রামে এই দূর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন উপ‌জেলার দত্তপাড়া চরবাচামারা গ্রা‌মের ম‌নোয়ার হোসে‌নের মে‌য়ে শাপলা(৭) তারই ছে‌লে র‌হিম(৫)

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, দুপু‌রে বা‌ড়ির পা‌শে খে‌ল‌তে যায় দুই ভাইবোন শাপলা ও র‌হিম। দীর্ঘক্ষন তা‌দের খোজ না পে‌য়ে বা‌ড়ির পাশে পুকু‌রে খোজাখুজি ক‌রে।

প্রায় আধঘন্টা পর দুইজন‌কে পুকু‌রে পানির নিচে থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার ক‌রে প‌রিবার ও স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব‌রত চি‌কিৎসক দুজন‌কেই মৃত ঘোষনা ক‌রেন।

শিবচর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা: ত‌রিকুল ইসলাম জানান পা‌নি‌তে ডু‌বে দুই ভাইবো‌নে মর‌দেহ নি‌য়ে প‌রিবা‌রের লোকজন আসে এবং হাসপাতা‌লে আনার আগেই তা‌দের মৃত্যু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×