ইউনূসের বউ নিয়ে পালাল যুবদলের নেতা!


November 25/Jobodol wife with sehsh.jpg

সোস্যাল মিডিয়া ফেসবুকের পরিচয়ে পাঁচ বছরের পুত্র সন্তানকে রেখে যুবদলের নেতার সাথে পালিয়ে গেছে স্বেচ্ছাসেবক লীগের নেতার বউ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলছিরা ইউনিয়নে ঘটনা এটি।

Your Image

বুধবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেক একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একটি ছেলে কান্না করছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিনের সন্তান।

যুবদলের নেতা সজীব আহমেদ হাতিয়ার আট ম্বর সোনাদিয়া ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের রমু ছৌয়াল বাড়ির মোশারফের পুত্র। তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা। তার স্ত্রী ও একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিন নলচিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ইউনূসের স্ত্রী।

জানা যায়, নয় বছর আগে শারমিনের সাথে ইউনূসের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের পাঁছ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দুই মাস আগে সজীব আহমেদের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয়। সরকার পতনের পর ইউনুস আত্মগোপনে থাকার সুবাদে গেল পাঁচ দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায়। মাকে না পেয়ে পাঁচ বছরের শিশু আরিয়ানের কান্না থামছেই না।

এ নিয়ে ইউনূস বলেন, ‘যেটা হওয়ার হয়ে গেছে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার সন্তান নিয়ে ভাল আছি।’

এ বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×