নওগাঁ সীমান্তে ছয় মহিষসহ চোরাকারবারি আটক


November 25/Buffalo detain smugler.jpg

নওগাঁ জেলার পোরশা উপজলায় ছয়টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

Your Image

শনিবার (৩০ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ।

শনিবার (৩০ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে চার কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামের স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আকৃতির অবৈধ ছয়টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে চোরাকারবারিকে হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে আরো দশ জন জড়িত আছে বলে বিজিবিকে জানিয়েছে আটক ফারুক।

জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটক মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একইসাথে পলাতক  আসামিদের  ধরতে তৎপরতা চলছে বলে বলেও জানায় বিজিবি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×