রামুতে যুবককে কুপিয়ে খুন


30 November/Chopped Murder.jpg

কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

নিহত শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া ওরফে টুক্কুর ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মাঝে আর্থিক লেনদেনের জেরে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় শাহাবুদ্দীনকে কুপিয়ে আহত করা হয়। পরে, কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×