গাজীপুরে পোশাক কারখানার কর্মকর্তা-শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের সাথে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রোববারের (১ ডিসেম্বর) জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।’
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি শোধ করা হয়।
এ দিকে, শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএর কালো তালিকায় রাখা হয়েছে। যার কারণে তাদের অন্য কোন কারখানায় চাকরি হচ্ছে না। বিজিএমইএ থেকে কালো তালিকা অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকেরা রোববার (১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়। এর পরেই ওই কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান পাট। বিকাল পৌনে চারটার দিকে ছাঁটাইকৃত শ্রমিকেরা ফের মূল ফটকে এসে হামলা চালায়।
এ নিয়ে গাজীপুর-২ শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ‘কোনাবাড়ী এলাকায় ইসলাম কারখানার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।’