নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল তিন প্রাণ


News Defalt/durghhhhhhkk.jpg

নওগাঁর দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে মহাদেবপুর উপজেলায়। সেখানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। অন্য দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের পল্লী বিদ্যুতের সামনে। সেখানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এবং সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

মহাদেবপুরে নিহত দুইজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম সুমন মিয়া। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামে। বাবার নাম সামছুল আলম। এছাড়া নিহত ট্রাকচালকের সহকারীর নাম জানা যায়নি।

নওহাঁটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং তার সহকারী নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজনের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও তার সহকারী পরিচয় জানা যায়নি।

অন্যদিকে জেলা সদর এলাকার পল্লী বিদ্যুতের সামনে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

এই দুর্ঘটনার তথ্য জানাতে গিয়ে নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সত্তোরর্ধ্ব আবুল কাশেম। এ সময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিআকআপটি আটক করলেও যানটির চালক পালিয়ে যায়।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×