গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক


News Defalt/gopalgnje-sngghrsh-1733213673.jpg

গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

Your Image

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালালেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (১টা ৩০ মিনিট) এখনো সংঘর্ষ চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×