ত্রিপুরার লং মার্চকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার


30 November/BGB Tripura.jpg

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে, আমদানি রফতানি কার্যক্রম মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই স্বাভাবিক রয়েছে।

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে আখাউড়া সীমান্তে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভারতের আগরতলায় কুঞ্জবন এলাকায় সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হামলার পর, সেখানকার  বিজিবি নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মীরা আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরমুখী লংমার্চ কর্মসূচি দিয়েছে মঙ্গলবার (৯৩ ডিসেম্বর)। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে সীমান্তে যে কোন ধরনের উত্তেজনা রোধ করার লক্ষ্যে বিজেপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের গতিবিধি কিছুটা শিথিল করা হয়েছে।

এ নিয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্তে যে কোন ধরনের অপতৎপরতা রোধ করার লক্ষ্যে বিজেপি প্রস্তুত রয়েছে। আখাউড়া সীমান্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×