কুয়াকাটায় ২০ হাজারে বিক্রি হলো একটি কোরাল মাছ


News Defalt/10313e47183077d8783d5197d2f65335-6752d98bb88e5.jpg

পটুয়াখালীর কুয়াকাটায় জালাল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতের দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

 
আজ শুক্রবার সকালে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে জেলের কাছ দিয়ে মাছটি কিনে নেন খলিল খান নামের এক ব্যবসায়ী। এ সময় মাছটি দেখতে ভিড় করে উৎসুক মানুষ। 
 
এত বড় কোরাল মাছ পাওয়ার বিষয়ে জানতে চাইলে জালাল মাঝি বলেন, ‘প্রতিদিনের মত গত রাতে ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোরাল মাছটি ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করতে পারছি।’

মাছটির ক্রেতা খলিল মাঝি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি, এসব বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই জেলের চাহিদা অনুযায়ী ১ হাজার ১০০ টাকা কেজি দরে সরাসরি জেলের কাছ থেকে মাছটি কিনেছি। খুব ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করি।’

প্রতিদিনের মতো মাছ কিনতে আসা ক্রেতা তৈয়বুর রহমান বলেন, ‘এরকম মাছ সচারাচর পাওয়া যায় না, অনেক সুস্বাদু এই মাছ। তবে দাম বেশি হওয়ায় এসব মাছ আমাদের মতো মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। এমন বড় মাছ যদি কেটে বিক্রি করে তাহলে আমরা আমাদের সাধ্যমতো কিনে খেতে পারি।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল মাছ শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরও ধরা পড়বে বলে আাশা রাখি।’

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×