বেলাবতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার


News Defalt/thumbnail_Messenger_creation_B7BF6780-CB3D-45F6-8F7D-4811D9B471B9_20241207_184111997.jpg

নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বকুল মিয়াকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

Your Image

শনিবার (৭ ডিসেম্বর) বেলাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছেলে মো. বাদশা মিয়া।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যবসার কাজে বাদশা মিয়া বগুড়ায় থাকা অবস্থায় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দেড় মাস আগে পারিবারিক সম্মতিতে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে বাদশা মিয়া সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি বগুড়া শহরে। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

কিছুদিন আগে ব্যবসার কাজে বাদশা মিয়া চট্টগ্রাম চলে গেলে শুক্রবার রাতে ছেলের বউয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন শ্বশুর বকুল মিয়া। ধর্ষণের ঘটনা স্বামীকে জানালে শনিবার সকালে বেলাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী মো. বাদশা মিয়া। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ভুক্তভোগীকে ডাক্তারি সনদের জন্য নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×