নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০


30 November/BNP Clash.webp

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। 

Your Image

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষ হয়। 

স্থানীয়রা জানান, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদিন নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা-কর্মীরা বাধা দেয়। দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত তিনটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

জয়নুল আবেদিন বলেন, ‘আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতা-কর্মীরা। সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজাসহ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এটি নতুন নয়, তারা পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি, তাদেরকে গ্রেফতার করে বিচার করা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে শাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমিসহ আমার দলের সদস্যসচিব এলাকাতেই নাই। অথচ জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে তিনি মিথ্যা অভিযোগ করছেন।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে এখনো লিখিত কোন অভিযোগ করা হয়নি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×