বিরানি খেয়ে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে


30 November/Biriyani Madrash.webp

বিরানি খেয়ে ঢাকার আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 

শিক্ষার্থী রাকিবুল ইসলাম হাইদারী ও আবু জাফর বলেন, গত শুক্রবার (৬ ডিসেম্বর) তাদের মাদ্রাসায় বাহির থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে আমরা শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পড়ি। আমাদের অনেকেরই পেট ব্যথা দেখা দিয়েছে। পাতলা পায়খানা ও বমি শুরু হয়েছে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক মিয়া বলেন, ‘অসুস্থদের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মেডিসিন বিভাগে পাঠান। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থী স্টাফসহ প্রায় ১৭০ জন লোকবল রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ। 

অসুস্থ আরেক শিক্ষক বলেন, ‘মাদ্রাসায় মাঝে মধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এক ব্যক্তি গরুর বিরানী দিয়ে গিয়েছিলেন। এর আগে তাদের মাদ্রাসায় ছিল মুরগির বিরানি। দুপুরে মুরগির বিরানি খেয়ে ছিল। পরে বাহির থেকে দেওয়া গরুর বিরানী রাতে খেয়েছিলাম। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এক চিকিৎসক জানান, খাবার খেয়ে ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হয়ে থাকতে পারে। আমরা তাদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়েছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×