ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৯:৫১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

News Defalt/462584016_572552922391414_4989901893567992383_n.jpg

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড শহীদ স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এইদিনে মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে ভালুকা পাক হানাদার মুক্ত হয়। তৎকালীন বৃটিশ সেনাবাহিনীর (অবঃ) সুবেদার আফসার উদ্দীন আহমেদ ১৯৭১ এর ১৭ এপ্রিল ১টি মাত্র রাইফেল ও ৮জন সদস্য নিয়ে মুক্তিবাহিনীর একটি গেরিলা ইউনিট গঠন করেন। পরে ভালুকা থানা দখল করে ১৫/১৬টি রাইফেল ও প্রচুর গোলাবারুদ সংগ্রহ করেন। পরে তিনি প্রায় সাড়ে ৪ হাজার সদস্য’র এক বিশাল বাহিনী গঠন করেন।যা পরবর্তীতে সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার বাহিনী হিসেবে পরিচিত পায়। ওই যুদ্ধে ৪৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়।

যুদ্ধকালীন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ডাক্তার রমজান আলী তরফদারের তত্বাবধানে ৫জন ডাক্তার ১০জন সহকারী চিকিৎসক ও ৪জন নার্সের সমন্বয়ে আফসার ব্যাটেলিয়ান হাসপাতাল নামে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল পরিচালিত হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×