মাদারীপুর জেলা আ.লীগের সা. সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার


News Defalt/Madaripur-pic_-Kajol-Keisno-De-26c302b169e320a48cb83f47d28cf611.jpg

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Your Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিতে তাওহীদ সন্নামাত হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত যোগ দেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তাওহীদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে এ বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা।

পরে শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আরেক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। সেই হত্যা মামলায় দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’কে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহারনামীয় আসামি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×