ফেসবুকে ঘোষণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক


December 2024/Boishommo Sylehy.jpg

পদত্যাগের হিড়িক পড়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদ্য অনুমোদনকৃত কমিটিতে থেকে একসঙ্গে ছয়জন সরে দাঁড়িয়েছেন।

Your Image

গেল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এদের মধ্যে এই ছয়জন ছাড়াও ইতিমধ্যে অনেকে পদত্যাগ করেছেন। 

পদত্যাগকারী শিক্ষার্থীরা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আইডি থেকে লিখেন, ‘দেশের এই বিপ্লবে সব শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে এবং সংস্কার এ কাজও করেছে। আমাদের মতে, এসব কমিটির কারণে মানুষের ঐক্যে ফাটল ধরে। আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে কোন পদ-পদবীর প্রয়োজন নেই, নিজেকে প্রতিষ্ঠিত করি নিজের পরিবারের পাশাপাশি দেশের জন্য ভাল কিছু করতে চাই।’ 

পদত্যাগকারীরা হলেন আরিফ আহমেদ চৌধুরী, আব্দুল গাফফার আফজল, শেখ উসমান ফারুক, তৌসিফ আহমেদ চৌধুরী, অমিত হাসান ও ফাহিমুজ্জান। 

এ নিয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘তাদের হয়ত এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছে নাই, এ জন্য তারা পদত্যাগ করছে। এটা খুবই স্বাভাবিক এবং এই স্বাধীনতা সবার আছে।’

‘কমিটির জন্য প্রত্যেক এলাকার প্রতিনিধির মাধ্যমে নামগুলো এসেছে, তারা হয়ত যাচাই না করেই নামগুলো পাঠিয়েছেন। এ জন্য এই সমস্যা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×