চট্টগ্রামে টেলিগ্রাম গ্রুপে ‘মধুকুঞ্জের টোপ’, ৫ সদস্য গ্রেপ্তার


News Defalt/chat-20241212221115.jpg

চট্টগ্রামে টেলিগ্রাম অ্যাপে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ খুলে বাসায় ডেকে এনে ফাঁদে ফেলে চাঁদা দাবি করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এ সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পি (২২)। এ ছাড়া আরেকজন কিশোর গ্রেপ্তার হয়েছে, তার বয়স ১৫ বছর।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহাম্মদ জানান, গত ৬ নভেম্বর একজন চা-পাতা ব্যবসায়ীর সঙ্গে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’র নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। সেই সুবাদে গত ৯ ডিসেম্বর রাতে হ্যাপী ওই ব্যবসায়ীকে কৌশলে তার বাসায় নিয়ে যান। তারপর অন্য আসামিরা বাদীকে আটক করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবেন বলেও হুমকি দেওয়া হয়।

এ সময় ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোন ও ১৮ হাজার টাকা চাঁদা আদায় করেন তারা। অবশিষ্ট টাকা এনে দিতে বলে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১০ ডিসেম্বর বিভিন্ন সময়ে আসামিদের মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করে তাদের দাবিকৃত চাঁদা ১২ লাখ টাকা চান।

একপর্যায়ে ওই ব্যবসায়ী বিষয়টি পুলিশকে জানান। পরে অভিযান চালিয়ে ভিআইপি সিক্রেট গ্রুপের (টেলিগ্রাম গ্রুপ) সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×