দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। গতকাল থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আজও অব্যাহত রয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে চুয়াডাঙ্গায় শীত পড়তে শুরু করেছে।
গত ১০ ডিসেম্বর এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১১ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১২ ডিসেম্বর তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আর ১৩ ডিসেম্বর তাপমাত্রার পারদ আরও নিচে নেমে দাঁড়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। পরে তা আরও কমে শনিবার তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রিতে।
সকাল ১০টার দিকে ঘনকুয়াশা কেটে সূর্য উঁকি দিলেও নেই তাতে উত্তাপ। হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। শৈত্যপ্রবাহ জনজীবন কাবু হয়ে পড়েছে, আর নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগের অন্ত নেই। শীতার্তদের অনেককে খড়কুটো জ্বালিয়ে কোনোভাবে উত্তাপ নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
সকালে শহরের রাস্তায় মানুষের আনাগোনা কম থাকায় ভ্যান ও রিকশা চালকরা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। শীতর কারণে দিনমজুর, শ্রমিকদের কাজে ব্যাঘাত ঘটছে। তীব্র ঠান্ডায় মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ছয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯ টায় তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চুয়াডাঙ্গা জেলার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী দু-একদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।