‘মাইক বাজানো’ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০


News Defalt/ba52d2f50113bbe3542e836efba3f7ad-675d8c3f313ea.png

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাতগাছী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ২৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলা অভিযোগ উঠেছে। 

Your Image

এ ঘনায় মামলা হয়েছে এবং দুপক্ষের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি মো. মাসুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতগাছী গ্রামের নজির উদ্দিন ভল্টা ও মুকুল হোসেনের সমর্থনে বিভক্ত। আধিপত্য বিস্তার নিয়ে তাদের শত্রুতা চলে আসছে দীর্ঘদিন। সম্প্রতি নজির উদ্দিন সমর্থক কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। এতে মুকুল সমর্থক গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক  হাকিম মোল্লা শুক্রবার জুম্মার দিনে গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেন। এতে আবুল কাশেম মোল্লা ক্ষিপ্ত হন। সে সময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় দুপক্ষের লোকজন ঢাল সরকি, রামদা লাঠিসোটা নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

শনিবার সকালেও ওই ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মো. মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং দুপক্ষের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×