বাউফলে বিএনপির কার্যালয় উদ্বোধনে বিশেষ অতিথি আ.লীগ নেতা


News Defalt/patuakhali_20241215_114535850.jpg

পটুয়াখালীর বাউফলে বিএনপির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি করায় কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবুল কালাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে বিএনপির এ কার্যালয়টি উদ্বোধন করা হয়। জানা গেছে, কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তাকে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের একজন ডোনার হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সময় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী অভিযোগ করে বলেন, বিগত সময়ে এই শ্রমিক লীগ নেতা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছেন, মামলায় আসামি করেছেন। তাকে বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিক লীগ নেতা আবুল কালাম অনেক টাকার মালিক। গুঞ্জন রয়েছে অতি শিগগিরই তিনি বিএনপিতে যোগ দেবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×