মাছ চুরি করতে গিয়ে ধরা ছাত্রদলের সাত নেতাকর্মী


December 2024/Fish Chatradol.jpg

বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সাত নেতাকর্মী। এ সময় মাছ ধরার জাল ও ব্যাটারি চালিত অটোভ্যানও জব্দ করেছে পুলিশ।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
 
গ্রেফতাররা হলেন বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন (২৫), কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন।
 
বিদ্যালয়টির অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম হোসেন বলেন, ‘পারকোল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব পুকুরে প্রায় পাঁছ লাখ টাকার মাছ আছে। এই মাছ চুরি করতে ১০-১২ জন মাছ পরিবহনের ট্রাক, ভ্যান, জাল নিয়ে পুকুরে যায়। স্কুলের নাইটগার্ড আমজাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী দলবদ্ধভাবে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় জাল, মাছ ও ভ্যান ফেলে অধিকাংশরা পালিয়ে গেলেও সাতজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
  
এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের নামে থানায় মামলা করেন।
 
এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান বক্তব্য দিতের রাজি হননি।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ভ্যান জব্দ করে আটকদের থানায় নিয়ে আসে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেয়া হয়েছে। গ্রেফতারদের রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
 
তদন্ত করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে বলে জানান তিনি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×