কমলগঞ্জে বার্ষিক ক্যাম্প, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
![News Defalt/InShot_20241216_210131942.jpg](https://www.dhakawatch24.com/storage/News Defalt/InShot_20241216_210131942.jpg)
মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা কুচকাওয়াজ ও শরীরচর্চার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দিন ব্যাপী বাষিক ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী বার্ষিক ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মনিরাজ সিনহার সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, ম্যানেজিন কমিটির সদস্য রাসেল হাসান বখ্ত, সমাজ সেবক মুক্তার চৌধুরী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, পারভেজ আহমেদ, জাহেদ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল, কলেজ শিক্ষার্থী ফারিহা চৌধুরী সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ জানান, খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা, প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কাজের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও পাঁচ দিনব্যাপী বার্ষিক ক্যাম্পে ৪৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফলতার সাথে আমাদের বাচ্চারা বাষিক ক্যাম্প শেষ করে। যা আগামীতে অব্যাহত থাকবে।
অনুষ্টান শেষে অতিথিরা বার্ষিক ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।