বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাত, দুই কিশোরের মৃত্যু


News Defalt/chapai_20241218_075003442.jpg

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

Your Image

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান। আহতদের নাম জানা যায়নি।

নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×