এবার বেনাপোলে তিন বাংলাদেশিকে খুনে অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
এবার যশোর জেলার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। ইছামতি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একই জায়গায় পাওয়া গেছে আরও এক বাংলাদেশির মরদেহ। স্থানীয়দের ধারণা, একইভাবে তাকেও খুন করা হতে পারে।
সীমান্ত হত্যা বন্ধে বার বার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে বিএসএফ। এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে।
স্বজনরা জানান, বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে। আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে।
এ সময় বিএসএফের সদস্যরা তাদের ধরে নির্যাতন করে, হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের।
এ দিকে, একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তাকেও, একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তিনটি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত ২২ জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হন বিজিবির সদস্য রহিস উদ্দীন। এ নিয়ে বেনপোল সীমান্তে চলতি বছরই চার বাংলাদেশি খুনের শিকার হল বিএসএফের হাতে।