ঘরে ঢুকে নারীকে খুন করে টাকা-স্বর্ণালংকার লুট
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ঘরে ঢুকে তাসলিমা বেগম তাজু (৪৫) নামের নারীকে খুন করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ডে এলাকায় ভাড়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। কাঠালিয়া থানার অফিসার ইনর্চাজ মং চেনলা এ তথ্য জানান।
তাসলিমা বেগম কাঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মাছ বিক্রি করতেন। তিনি বাসস্ট্যান্ডে হালিমা কম্পিউটার সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, তাসলিমা বেগম বাসায় একাই ছিলেন। তার ছেলে মেয়েরা অন্যত্র ছিলেন। ধারণা করা হচ্ছে রাতে কেউ বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে গেছে। তবে, কত টাকা বা কি পরিমাণ স্বর্ণালংকার ছিল তা পরিবারে কেউ বলতে পারেনি।
এরই মধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
মং চেনলা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।