প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ লাখ টাকার চুক্তি, ৩ পুলিশ সদস্য গ্রেফতার


menu/-ca506e9cac4116090dc7e5068304f76f.jpg

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা করে চুক্তির অভিযোগে তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজন পুলিশের কনস্টেবল, অপরজন সহকারী উপপরিদর্শক (এএসআই)।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মহানগরের রাজপাড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক পরীক্ষার্থী। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন এএসআই গোলাম রাব্বানী, কনস্টেবল আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল। আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ মহানগর পুলিশের সদর দফতরে এবং এএসআই গোলাম রাব্বানী দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় কর্মরত। শাহরিয়ার পারভেজের বাড়ি মোহনপুর উপজেলায়। আবদুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। গোলাম রাব্বানীর বাড়ি কোথায় তা জানা যায়নি।

পুলিশ জানায়, গত শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার আগে পুলিশের এই তিন সদস্য ১৫-২০ জন পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার চুক্তি করেন। সেইসঙ্গে পরীক্ষার্থীদের ছোট আকারের ওয়্যারলেস হেডফোন সরবরাহ করেন। হেডফোনের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীকে প্রশ্নের সব উত্তর বলে দেওয়ার কথা ছিল। এজন্য পরীক্ষার্থীদের সঙ্গে ১০-১২ লাখ টাকা করে চুক্তি করা হয়েছিল। চুক্তির বিপরীতে নেওয়া হয়েছিল চেক এবং স্ট্যাম্প। ডিবি পুলিশের অভিযানে কিছু স্ট্যাম্প, ১০ লাখ টাকার চেক এবং ১৪টি ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, পরীক্ষার আগের রাতে পুলিশ সদস্যদের এমন তৎপরতার বিষয়ে জানতে পেরে প্রথমে আরএমপি সদর দফতরের কম্পিউটার অপারেটর শাহরিয়ার পারভেজ শিমুল ও আবদুর রহমানকে আটক করে গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে পার্বতীপুর থানা থেকে এএসআই গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়। পরে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা তাদের কাছ থেকে জানার চেষ্টা করে ডিবি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের প্রতারণার চেষ্টার অভিযোগে এক ভুক্তভোগী পরীক্ষার্থী শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানায় তিন জনের নাম উল্লেখ করে আরও দুই জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে এএসআই গোলাম রাব্বানী এবং কনস্টেবল আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×