রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত


December 2024/Accident Rajshahi.jpg

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়ার ভাড়রা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী পালোপাড়া গ্রামের সায়েদ আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২) ও ফাতেমার বোন জুথি খাতুন (১৪)। ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্সের শিক্ষার্থী ও জুথি পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত ফাতেমা ও জুথির মামাতো ভাই মিজানুর রহমান জানান, এক বছর আগে ফাতেমার সঙ্গে ব্যবসায়ী আবু হানিফের বিয়ে হয়। রাজশাহী শহরে কেনাকাটা করে ফাতেমা ও জুথিকে নিয়ে আবু হানিফ মোটরবাইকে করে ফিরছিলেন। শনিবার দুপুর আড়াইটায় তারা পুঠিয়ার শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের বাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু হানিফ ও জুথি মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর ফাতেমার মৃত্যু হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×