সাতক্ষীরায় ২৩ লক্ষ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা


December 2024/Rafiquzzaman.jpg
রফিকুজ্জামান রফিক

সাতক্ষীরার জেলার ভোমরা স্থলবন্দরে ২৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে পৌরসভার নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান মুন্না নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Your Image

শনিবার (২১ ডিসেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন আটক মুন্না। জবানবন্দিতে মুন্না স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিকের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। মুন্না সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পর দিন শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি ছিনতাইয়ের মামলা হয়েছে।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড রফিকুজ্জামান রফিক ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে যান বলে জানা যায়।

আমদানিকারক সাতক্ষীরার ভোমরার মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমির হামজা জানান, ব্যাংক থেকে মোটরসাইকেলে করে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন তার দুই কর্মচারী। পরে দুইটি মোটরসাইকেলে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যের একটি দল পিছু নেয় তাদের। সুযোগ বুঝে তাদের গতিরোধ করে মারধর করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। এ সময় স্থানীয়রা মুন্নাকে আটক করে।

আটক মেহেদী হাসান মুন্না জানান, অন্য ছিনতাইকারীরা হলেন রফিকুজ্জামান রফিকসহ ছিনতাইকারী চক্রের সদস্য থানাঘাটা এলাকার আরাফাত হোসেন, আবাদেরহাট এলাকার খোকন আলীর ছেলে নয়ন হোসেন ও নলকুর এলাকার এজাজুল হক। ছিনতাইকারীরা সবাই স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিকের কর্মী।

ছিনতাইয়ের শিকার ওবায়দুল্লাহ সরদার জানান, তিনি ও একই প্রতিষ্ঠানের শওকত আলী গত বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে ফিরছিলেন। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিলেন আর তিনি টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসেছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তারা ফলো করতে থাকেন।

‘এক পর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে হাতুড়ি দিয়ে মোটরসাইকেলে আঘাত করলে শওকত মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন অবস্থা বেগতিক দেখে টাকার ব্যাগ নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।’

‘এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন চিৎকার করতে করতে পিছু নিলে একজন ছিনতাইকারী মোটরসাইকেলে উঠতে না পারায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। কিন্তু অন্যান্য ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যান।’

শামিনুল হক জানান, মুন্না নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ছিনতাইয়ের মামলা হয়েছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×