শ্মশানে বৃদ্ধকে খুনের পর ভাণ্ডার ঘর লুট


December 2024/Vandar.webp

নাটোরের কেন্দ্রীয় শ্মশানে এক বৃদ্ধকে হাত-বেঁধে খুনের পর ভাণ্ডার ঘরের কাঁসার বাসনপত্র ও পূজার নানা উপকরণ লুট করা হয়েছে।

Your Image

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় শ্মশানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম তরুণ দাস (৬৫)। তিনি শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। 

শ্মশান কমিটির সভাপতি সুবল দাস বলেন, ‘শুক্রবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে। এরপর ভাণ্ডার ঘর থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা ও পিতলের প্রায় চার মণ মালামাল চুরি করে নিয়ে যায়।’

শ্মশান কমিটির সদস্য শংকর দাস বলেন, ‘তরুণ দাস সেবায়েত বা প্রহরী ছিলেন না। তবে তিনি বহু দিন ধরে শ্মশানেই থাকতেন। তিনি সুস্থ স্বাভাবিক মানুষও ছিলেন না। সামান্য মানসিক সমস্যা তার ছিল। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।’

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ‘তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×