মাইক ভাড়া করে চোরকে গালাগালি


December 2024/Miking.jpg

অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জানিয়ে চোরকে উদ্দেশ্য করে চালক মাইক ভাড়া করে গালাগালি করেছেন।

Your Image

সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়।

ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সাবেক মেম্বার আনার মিয়ার ছেলে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ নিয়ে ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে তিন ছেলে-মেয়েসহ সাতজন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। শনিবার (২১ ডিসেম্বর) রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এ জন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করব বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোন কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে, মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×