প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানের যুবক
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
সোস্যাল মিডিয়া ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানের লাহোর থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসেছেন আলীম উদ্দিন (২৮) নামের যুবক। তিনি লাহোরের বাসিন্দা মৃত জেমীল উদ্দিনের ছেলে।
আলীম উদ্দিন জানান, ফেসবুকে আট মাস আগে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের তাহমিনা আক্তার বৃষ্টি (২১) সঙ্গে পরিচয় হয়। বৃষ্টি খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার আবুল হোসনের মেয়ে।
পরিচয়ের কিছু দিন পর দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেয়সীকে এক নজর দেখতে গেল ১১ ডিসেম্বর পাকিস্তান হতে চট্টগ্রামে আসেন আলীম। চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আট দিন ছিলেন। পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) খাগড়াছড়ির কোর্টে বিয়ে করে পুনরায় হোটেলে চলে যান। পরে আজ সোমবার (২৩ ডিসেম্বর) মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি উত্তরপাড়ার মেয়ের বাবার বাড়িতে ফের বিয়ে হয় তাদের। বর্তমানে বর-কনে সেখানেই আছেন।
বৃষ্টির জন্য পাসপোর্ট তৈরির কাজ চলছে। পাসপোর্ট পাওয়ার পর ভিসা পেলে বউকে নিয়ে দেশে ফিরবেন পাকিস্তানের যুবক আলীম।
এ নিয়ে কনে বৃষ্টির সঙ্গে কথা বলতে চাইলে তার বাবা অস্বীকৃতি জানান। ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মেয়ের বাবা আবুল হোসেন বলেন, ‘ছেলে পাকিস্তানি হওয়ায় প্রথমে আমরা তাদের সম্পর্ক মেনে নিতে চাইনি। তারা যেহেতু প্রাপ্তবয়স্ক এবং বিয়ে হয়েছে, তাই মেনে নিয়েছি।’
বিয়ের কোন আনুষ্ঠানিকতা না হওয়ায় বিয়ের কাগজপত্র ও ছবি নেই বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি ও খতিয়ে দেখছি।