গজারি বন থেকে উদ্ধার সেই সাকিব বৃদ্ধাশ্রমে


December 2024/Raib.webp

গাজীপুরের গভীর গজারি বনের ভেতর থেকে উদ্ধার হওয়া ষাটোর্ধ্ব সেই সাকিব আলী সরদারের অবশেষে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ২০ দিন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে গাজীপুর সদরের মণিপুর খতিব জাহিদ মুকুলের বৃদ্ধাশ্রমে নেওয়া হয় তাকে।
 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম হাসপাতাল থেকে সোজা বৃদ্ধাশ্রমে নিয়ে যান সাকিব আলীকে। 

বৃদ্ধাশ্রমে তিনি বেশ ভাল আছেন বলে জানিয়েছেন ওই আশ্রমের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম। 

তিনি বলেন, ‘ওসি নিজেই সাকিব আলীর নমিনি হয়েছেন।’ 

গেল ২ ডিসেম্বর সাকিব আলীকে ওই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার জন্য তার মেয়ে, জামাতা ও বোন গাজীপুরে নিয়ে আসেন। কিন্তু, শরীরের অবস্থা বেশি ভাল না থাকায় কর্তৃপক্ষ তাঁকে গ্রহণ করেনি। পরে সাকিব আলীকে তারা গভীর গজারি বনের ভেতর ফেলে রেখে চলে যায়। এতে বনের ভেতর পড়ে থাকা রোগাক্রান্ত শরীরে বাসা বাঁধে পোকা-মাকড়। শরীরজুড়ে মলমূত্র ছিল। দুর্গন্ধে কাছে ভেড়া যাচ্ছিল না। গায়ে ছিল না শীতের কাপড়ও। টানা তিন দিন বনে পড়ে ছিলেন সাকিব আলী। এ অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরডিপুর গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার কর্মজীবনে গাড়িচালক ছিলেন। এখন বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার ছিল। 

সাকিব আলী জানান, ছেলে-মেয়ের সংসারে তার ঠাঁই হয়নি। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিমের মহানুভবতা ও দরদে আমি নতুন জীবন ফিরে পেয়েছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×