বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা দিনাজপুরে
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এর প্রতিবাদ জানান। হৃদয়ে মুক্তিযুদ্ধ ৭১’-র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলীয়া বলেন, ‘মুক্তিযোদ্ধাকে অপমান করে স্বাধীনতার পরাজিত শক্তিরা ফের প্রমাণ করল স্বাধীনতা ও সার্বভৌমত্ব তারা স্বীকার করেন না। ঘৃণ্যতম কাজটির সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’
তিনি আরও বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি না। বিজয়ের মাসের শেষ প্রান্তে এসে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে জুতার মালা পরিয়ে যেভাবে লাঞ্ছিত করেছে, আমরা তার নিন্দাসহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলন বীর মুক্তিযোদ্ধা কুদরতি খোদা, মতিয়র রহমান সরকার, আনোয়ার হোসেন, আলীম উদ্দিন, আনোয়ারুল কাদির জুয়েল ও আবুল হায়াতসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।