টাঙ্গাইলে এক হেক্টর বনভূমি জবরদখলমুক্ত, সাভারে ইটভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা


December 2024/Eviction.jpg

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে এক হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান চালায়। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য প্রায় এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে সাতটি অবৈধ ঘর ও দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপর দিকে, পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার চারিগ্রামে দুইটি অবৈধ সীসা কারখানা বন্ধ করে মালামাল জব্দ করেছে। একই দিনে সাভারের সাদুল্লাপুর এলাকায় মেসার্স রিপন ব্রিক্সে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, মোহাম্মদপুরে বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×