মনপুরায় বেড়িবাঁধের কাজ নদীর পার দিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আলামপুর এলাকা থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের কাজে বাধা দিয়েছেন ভূমিহীন বেড়ির পাশে থাকা সাধারণ ভুক্তভোগী মানুষ।
মনপুরায় বেড়িবাঁধের কাজ নদীর পারে দিয়ে নেয়ার দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মানববন্ধনও করেছেন তারা।
তাদের প্রশ্ন নদীর পশ্চিম পাশে পর্যাপ্ত পরিমাণ খালি জমি থাকার পরেও কেন সাধারণ ভূমিহীন পরিবারের উপর অত্যাচার?
এলাকাবাসী বলছে, জমির ক্ষতিপূরণ বাবদ আমরা কোন টাকা পয়সা চাই না। চাই সাধারণ ভূমিহীনদের মাথা গোঁজার ঠাই। মনপুরার আলমপুর রাস্তার মাথা থেকে দুই হাজার পরিবারের বসবাস, আমাদের জন্য উন্নয়ন আর যদি আমরা থাকতে না পারি, তাহলে কিশের উন্নয়ন:
এই উন্নয়ন দরকার নেই বলে জানান এলাকার খেটে খাওয়া মানুষ।
এই উন্নয়ন মানে প্রভাবশালীদের পকেট ভারী করার কৌশল বলেও মনে করে মানববন্ধনকারীরা।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে মানববন্ধনকারীদের মুখ। সবার হাতে ছিল প্লেকার্ড।
এলাকাবাসী বলছে, ‘সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বেড়িবাঁধের কাজ বন্ধ রাখতে হবে।’
মানববন্ধনে যোগ দিয়েছেন প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ।