কুলাউড়ায় পুলিশকে মেরে আসামি ছিনতাই চোরাকারবারিদের


December 2024/Beat police.webp

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের তিন সদস্য। এছাড়াও আহত হয়েছেন স্থানীয় তিন ব্যক্তি। 

শনিবার (২৮ ডিসেম্বর) ভোর চারটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিদের সহযোগীরা পুলিশকে মারধর করে তাদের থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

আহতরা হলেন সিলেট এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। তারা অভিযানের নেতৃত্বে ছিলেন। তবে স্থানীয় আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমানীপুর এলাকার আরজু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

‘অভিযানে আরজু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে তিন চোরাকারবারিকে আটক করা হয়। পরে আচানক চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদের সহায়তাকারী থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দ মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সামছুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভারতীয় নাসির বিড়িসহ বিভিন্ন চোরাই মাল আটক করতে গেলে চোরাকারবারিরা পুলিশকে বাধা দেয় এবং আসামিদের জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে। আসামিদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×