মাদারীপুরে ৫০০ টাকার জন্য বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ


News Defalt/asami-1735408320.webp

মাদারীপুরে পাওনা টাকার জন্য এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র পুরাণবাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারাণ বসুর ছোট ছেলে গৌতম বসু। সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন। পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। 

গৌতমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী। পরে গুরুতর অবস্থায় আহত গৌমতকে উদ্ধার করে নেয়া হয় জেলা ২৫০ শয্যা হাসপাতালে। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে তপন সদরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×