চট্টগ্রামে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি তথা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিআরটিএ চট্টগ্রাম দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সর্বমোট ৩২০ জন পেশাজীবী গাড়িচালক অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) কীর্তিমান চাকমা, বিআরটিসি ট্রাক ডিপো বায়েজিদ চট্টগ্রামের ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-২’-এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারি মোটরযান পরিদর্শক আবু নাঈম ।