যশোরে ডাকাতির প্রস্তুতিকালে সাবেক সেনা ও কাউন্সিলরসহ আটক চার


December 2024/Jessor.jpg

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজন আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করেছে ডিবি পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আটকরা হল যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মণ্ডলের ছেলে মো. মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মো. রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কিছু সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রোববার রাত ১২টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে তল্লাশিকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×