আ. লীগের সঙ্গে আতাত করে ব্যবসা, বিএনপি নেতাকে বহিষ্কারের দাবি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

এস আলমের গাড়ি সরিয়ে ফেলায় অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারেরে দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, বিতর্কিত এনামুল হক এনাম আওয়ামী লীগ আমলে একজন চাল ব্যবসায়ী হিসেবে আতাত করে ব্যবসা রাজনীতি করেছে৷ তার কারণে বিএনপির তৃণমূল কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।
তারা আরও বলেন, এনামুল হক এনাম ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে এস আলমের গাড়ি সরিয়ে নেয়ার কান্ডে জড়িত ছিল। শুধু তাই না আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এক যুবলীগ নেতার বিয়েতেও অংশ নিয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে বিএনপির মূলধারার নেতা-কর্মীদের নির্যাতন, আওয়ামী লীগকে আশ্রয় ও এস আলমের দেশদ্রোহী চক্রান্তে জড়িত থাকায় এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, এস আলমের গাড়ি সরিয়ে নেয়ার কান্ডে জড়িত থাকায় গত ১ সেপ্টেম্বর এনামসহ তিন বিএনপি নেতার পদ স্থগিত করা হয়। কিন্তু গত ২৫ ডিসেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়। ফলে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে।