দুই ভাইসহ কড়িয়া সীমান্তে আটক ৩
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৩ এম, ০৩ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ দুই সহোদরসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর রাতে পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপির সীমান্ত এলাকা ২৭৮ মেইন পিলার হতে ১.৫ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে পূর্ব কড়িয়া নামকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ৪শ’ ৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের পুত্র মো. জাকিরুল ইসলাম(৩৫), শামসুল ইসলামের পুত্র মো. রাজু আহমেদ(২৮) ও মো. মিনহাজ হোসেন(২৪)।
এসময় তাদের সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল, ৩টি মোবাইলফোন ও নগদ ৩১ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মুল্যে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। পরবর্তীতে আটক মাদক চোরাকারবারিদের পাঁচবিবি থানায় সোপর্দের পর তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে পাঁচবিবির কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল্লাহর নেতৃত্বে ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের সময় ৩জনকে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। সীমান্তে গরু, মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার ও পুরো চালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।