ফরিদপুরে বয়লার বিস্ফোরণে আহত ৩


November 16/Screenshot_2025-01-03_113013_20250103_113050726.webp

ফরিদপুরের মধুখালীতে ব্রয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার আলতু খান জুট মিলে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন - উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩১), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব শেখ (৪৬)। 

এদের মধ্যে ফারুক শেখ ও বিপ্লব শেখের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিডার মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে আমাদের কোনো তথ্য জানা নেই। তবে আলতু খান জুট মিলে বিকট শব্দ শুনতে পেয়েছি।

এ বিষয়ে আলতু খান জুট মিলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইলে কল করেও তাদের পাওয়া যায়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে সার্জারি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×